চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের পাশের তামাক ক্ষেত থেকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়া আবুলের ঘোনা এলাকা থেকে বন বিভাগের লোকজন হাতির মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা ধারনা করছেন, বনের পাশে তামাক ক্ষেত রক্ষায় কৃষকের দেওয়া বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে। তবে বন বিভাগের লোকজন জানায়, কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বুধবার সকালে দক্ষিণ ঘুনিয়া আবুলের ঘোনায় তামাক ক্ষেতে একটি মৃত হাতি পড়ে থাকতে দেখেন কয়েকজন শ্রমিক। পরে তারা বিষয়টি বন বিভাগের লোকজনকে অবহিত করেন। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটি উদ্ধারে তৎপরতা শুরু করে।
তিনি আরও বলেন, ৪০-৪৫ বছর বয়সী মৃত হাতিটির শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে বলে দাবি করলেও আসল কারণ জানা যাবে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর।