চকরিয়ায় ডাম্পার চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

1

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় একটি বালুবোঝাই ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) চাপায় মো. নুরুল আবছার (৪২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আবছার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্লাহ পাড়া এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা হলেও কয়েক বছর ধরে শশুরবাড়ি এলাকায় ভাড়া বাসা নিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘাতক ডাম্পার ট্রাক ও গাড়িটির চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নিহতের বড় বোন নাছিমা বেগম জানান, তার ভাই নুরুল আবছার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া এলাকায় বিয়ে করে ভাড়া বাসায় থাকতো। পরবর্তীতে ওই এলাকাতেই সে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। বুধবার সকালে তেচ্ছিপুল এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় বালিভর্তি একটি ডাম্পার (মিনি ট্রাক) গাড়ি পেছনে বালি ফেলতে গিয়ে তাকে চাপা দেয়। এ সময় গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আমার ভাই। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, হাসপাতাল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।