চকরিয়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

1

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মাতামুহুরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর আবদুল জাব্বার (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল গতকাল শনিবার সকাল ৯টার দিকে মাতামুহুরী নদীর বরইতলী গোবিন্দপুর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আগেরদিন শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম রেল লাইনের চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর বিএমচর সংযোগ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল জব্বার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জারুলবুনিয়া এলাকার আসহাব মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখি একটি যাত্রীবাহী ট্রেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় রেল সেতু পার হচ্ছিল। ওইসময় সেতু দিয়ে গরু নিয়ে পার হচ্ছিলেন ব্যবসায়ী আবদুল জব্বারসহ আরও দুইজন। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় আব্দুল জব্বার মাতামুহুরি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে খুঁজে না পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘসময় চেষ্টা করে তার সন্ধান না পেয়ে ফিরে যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শনিবার সকালে নিখোঁজ গরু ব্যবসায়ী আবদুল জব্বারের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের কাছে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা পুলিশের পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ওসি বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।