চকরিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় আনুমানিক (৬০) বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ার পূর্ব বড় ভেওলা পশ্চিম সিকদার পাড়া পয়েন্টে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখি একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়। স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাতানা বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওসি আরো বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।