চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় পণ্য বোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম (২৮) ও মো. কায়সার উদ্দিন (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় সিএনজি অটোরিকশার চালক এহেসান ও যাত্রী শেফায়েত হোসেনসহ আরো দুইজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে চকরিয়া ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চকরিয়া-ইয়াংছা-লামা-আলীকদম আঞ্চলিক মহাসড়কের চকরিয়া উপজেলার কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছোট ছেলে শহীদুল ইসলাম (২৮) ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির বাড়ি এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কায়সার উদ্দিন (২৭)। এ সময় আহত হন সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ এহেসান ও যাত্রী শেফায়েত হোসেন। তাদেরকে চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, শুক্রবার রাতে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে অটোরিকশা নিয়ে চকরিয়ায় ফিরছিলেন তিন যুবক। রাত সাড়ে ১১ টার দিকে তাদের বহনকারি অটোরিকশাটি চকরিয়ার কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজের পূর্বপাশে পৌঁছালে চকরিয়া থেকে লামা অভিমুখি একটি পণ্যবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই গাড়ির ২ যাত্রী। এ সময় গুরুতর আহত অটোরিকশাচালক মোহাম্মদ এহেসান ও যাত্রী শেফায়েত হোসেনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেক হাসপাতালে রেফার করেন।
নিহত শহিদুল ইসলামের বড় ভাই সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ব্যবসায়িক কাজ শেষ করে শুক্রবার ১০ টার দিকে লামা থেকে একটি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আমার ছোটভাই। তাঁদের বহনকারি গাড়িটিকে চকরিয়া থেকে লামা অভিমুখি একটি পণ্যবাহি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় আমার ভাইসহ ওই গাড়ির ২ যাত্রী। বাড়ি পৌঁছার দুই কিলোমিটার অদূরেই ঘাতক ট্রাক আমার ছোট ভাইয়ের প্রাণ কেড়ে নেয় বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
গতকাল শনিবার বেলা ১১ টায় জিদ্দাবাজার স্টেশন মাঠে নিহত শহিদুল ইসলামের নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজের পূর্বপাশে দুই যুবক নিহত হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক-হেল্পার পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।