চকরিয়া প্রতিনিধি
চকরিয়া উপজেলার খুটাখালীতে গভীর রাতে ‘খুটাখালী পাওয়ার হাউজ’ নামে একটি টমটম গ্যারেজে ঘণ্টাব্যাপী লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ৭/৮ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত টমটম গ্যারেজের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ঘণ্টাব্যাপী লুটপাট চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ৫৩টি টমটম ব্যাটারি লুট করে নিয়ে যায়। এসময় গ্যারেজের পাহারায় থাকা জিহাদুল ইসলাম জিহান নামে ঘুমন্ত এক কর্মচারীকেও পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। গত বুধবার (২৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ লুটপাট চালানো হয। যা টমটম গ্যারেজের পাশে স্থাপিত একটি সিসি ফুটেজও ধারণ হয়ে যায়।
খুটাখালী পাওযার হাউজ গ্যারেজের মালিক আরিফুল ইসলাম লিটন জানায়, গত বুধবার ভোর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত পিক-আপ নিয়ে এসে টমটম গ্যারেজের বাহিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা গ্যারেজের ভিতরে থাকা কর্মচারী জিহানকে হাত-পা বেঁধে, মুখে স্কচট্যাব লাগিয়ে বেধড়ক মারধরের পর অজ্ঞান করে ফেলে রাখে। তারপর দুর্বৃত্তরা গ্যারেজের ভেতর চার্জে থাকা টমটম গাড়ি থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যমানের ৫৩টি ব্যাটারি লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তদের এ লুটপাটের দৃশ্য গ্যারেজে স্থাপিত সিসি টিভি ক্যামেরায়ও ধারণ হয়ে যায়। এ ব্যাপরে আইনী প্রতিকার পেতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইঁয়া বলেন, খুটাখালীতে টমটম গ্যারেজ থেকে ব্যাটারি চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।