চকরিয়ায় জামায়াতকর্মী হত্যায় মামলা গ্রেপ্তার ৫

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় জামায়াতকর্মী মো. আরিফ হোসেন (৪০) হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার সকালে নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদি হয়ে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নির্দিষ্ট ৫ জনসহ আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
৫ আসামি হলেন কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাসিমারকাটার সিকদার পাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন সুজন (৩৫), তার মা ফাতেমা বেগম (৫৫), বোন রেশমি আক্তার (২২), একই এলাকার রোকন উদ্দিনের স্ত্রী রচনা আক্তার (২৮) ও সাজ্জাদ হোসেনের স্ত্রী জাকিয়া সুলতানা সুমাইয়া (২৫)।
এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার এসআই নাসির আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে একই এলাকার সুজন গংদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসাার চেষ্টা করা হলেও সুজন গংয়ের একগুয়োমির কারণে বিরোধ মিটেনি।
মঙ্গলবার দুপরে আরিফ হোসেন ও জেঠাতো ভাই খাইরুদ্দিন স্থানীয় ছোয়ালিয়াপাড়া স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সুজন ও অন্য আসামিরা আরিফ ও খাইরুদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান আরিফ। গুরুতর আহত খাইরুদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আরিফ হত্যার ঘটনার ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়। ১ নম্বর আসামি সুজন ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।