চকরিয়া প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরে দুই পক্ষের গোলাগুলিতে মো. সিরাজুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনাস্থ চেরা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে। তিনি স্থানীয় নেজাম উদ্দিন গ্রুপের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়ার চিংড়িজোনখ্যাত চরণদ্বীপ ও রামপুর এলাকায় জাহাঙ্গীর আলম ও নেজাম উদ্দিন নামে দুইব্যক্তি নিয়মিত চাঁদা আদায় করে আধিপত্য বিস্তার করতেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর জাহাঙ্গীর গ্রুপ থেকে বের হয়ে নেজাম উদ্দিন আলাদা একটি গ্রুপ সৃষ্টি করেন। এরপর থেকে তাদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গতকাল শনিবার সকাল থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এদিন দুপুরে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চেরা বটতলী এলাকায় দুইপক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে নেজাম উদ্দিন গ্রুপের সদস্য মো. সিরারুল ইসলামসহ আরো দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কতর্ব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত ওই দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যান্য অপরাধীদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।











