চকরিয়ায় ইট বোঝাই ট্রাক চাপায় বিক্রয়কর্মী নিহত

1

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় একটি ইট বোঝাই ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) চাপায় মো. জিল্লুর রহমান জুয়েল (২৮) নামে এক বাইক চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ডের বাটখালী খোন্দকার পাড়া এলাকার মৃত শামশুদ্দীন পেশকারের ছেলে। তিনি চকরিয়ায় আবুল খায়ের কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কমর্রত ছিলেন।
নিহতে প্রতিবেশী ও স্থানীয় পল্লী চিকিৎসক মোহাম্মদ সরওয়ার আলম বলেন, প্রতিদিনের মতো রবিবার সকালেও নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় জুয়েল। পরে মোটরসাইকেল নিয়ে নিজ গন্তব্যে যাওয়ার পথে সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠের সামনে একটি দ্রুতগতির ইট বোঝাই ডাম্পার গাড়ি ( মিনি ট্রাক) পেছন দিক থেকে মোটরসাইকেল চালক জুয়েলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
চকরিয়া পৌর সভার নারী কাউন্সিলর রাশেদা বেগম বলেন, নিহত জিল্লুর রহমান জুয়েল তাদের পরিবারের একমাত্র উপার্যক্ষম ব্যক্তি ছিলেন। ছোট বেলা থেকে তাদের বাবা মারা যাওযার পর ছোট্ট দুই শিশু সন্তানদের নিয়ে পরিবারের হাল ধরেন তাদের মা। এরপর জুয়েল বড় হয়ে আবুল খায়ের কোম্পানী নামে একটি প্রতিষ্ঠানে চকরিয়া এলাকায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজে যোগ দেয়। মূলত তার আয় রোজগার দিয়েই চলতো বাবা হারা অসহায় পরিবারটি। ডাম্পার গাড়ির চাপায় জুয়েল নিহত হওয়ার পর আজ থেকে তাদের পরিবারটি আরো অসহায় হয়ে পড়ল। নিহত জুয়েলের পরিবারের সাহায্যার্থে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান নারী কাউন্সিলর রাশেদা বেগম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ভুইয়া বলেন, গাড়ি চাপায় নিহত যুবক জুয়েলের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ওসি আরো বলেন, দুর্ঘটনা কবলিত ডাম্পার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রযেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।