চকরিয়া প্রতিনিধি
চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ নুরুল আলম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গতকাল বুধবার ভোররাতে উপজেলার বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার ও অস্ত্র তৈরির কারিগরকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নুরুল আলম অবৈধ অস্ত্র তৈরির একজন পেশাদার কারিগর।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, শফিকুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে গ্রেপ্তার নুরুল আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর এদিন দুপুরে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।