চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় অস্ত্র ঠেকিয়ে বসতবাড়ির গোয়ালঘর থেকে তিনটি গরু লুটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়া এলাকার মরহুম এ্যাডভোকেট মাহমুদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তার ছেলে ও বরইতলী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারি মোহাম্মদ মহসিন রিমন বলেন, ‘আমাদের বসতঘরের সাথে লাগোয়া গোয়ালঘরে পারিবারিকভাবে পালিত তিনটি উন্নত জাতের গরু বাধা ছিল। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোয়ালঘর এলাকায় লোকজনের আনাগোনার শব্দ পেয়ে বাড়ির সবাই উঠে পড়ি। তাৎক্ষণাৎ বাড়ির বাইরে যেতে চাইলে বাড়ির দুইপাশের দরজার বাইরে হুক লাগানো থাকায় আর বের হতে পরিনি। পরে বাড়ির দু’তলার ছাদের উপর উঠে দেখি আমাদের বাড়ির গোয়ালঘর থেকে তিনটি গরু বের করে ৪/৫ জন দুর্বৃত্ত একটি কালো রংয়ের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এ সময় আমরা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাদের হাতে থাকা দুইটি অস্ত্র দিয়ে আমাদের মেরে ফেলার হুমকি দেয়ায় প্রাণভয়ে আমরা আর সামনে এগুতে পরিনি।’
মহসিন রিমন আরও বলেন, ‘শখের বসে পারিবারিকভাবে আমরা উন্নত জাতের গরুগুলো পালন করে আসছিলাম। কিন্তু দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে গরুগুলো নিয়ে যাওয়ায় তাদের অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়।’ এ ঘটনায় আইনী পদক্ষেপ নিবেন বলেও জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বরইতলী থেকে গরু লুটের ঘটনার ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।