চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশে তৈরি একনলা বন্দুকসহ (এলজি) সাইফুল ইসলাম প্রকাশ রোমান (৩৫) নামে এক পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগানের পার্শ্ববর্তী হায়দারনাশি নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্রসহ আটক ডাকাত রোমানের বিরুদ্ধে চকরিয়া থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক সাইফুল ইসলাম প্রকাশ রোমান উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালুমঘাট চা-বাগান এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক সাইফুল ইসলাম প্রকাশ রোমান ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে তার দলবল নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।সোমবার বিকালে রোামানকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।