চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক সময়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ২৪টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে এসব সহায়তা তুলে দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহব্বায়ক জাহেদুল ইসলাম জায়েদ প্রমুখ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ও বিএমচর ইউনিয়নের মুবিন পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৪টি বসতঘর পুড়ে গিয়ে সর্বস্ব হারায় এসব পরিবার। অবশেষে তাদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্ত্র এসব পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা পেয়ে খুশি বলে জানান অনুদান পাওয়া পরিবারের সদস্যরা।