চকবাজার বাচ্চু স্মৃতি সংসদের সভা

34

সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চকবাজার বাচ্চু স্মৃতি সংসদের কার্যকরি কমিটির এক সভা গত ১২ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় সংগঠনের নীড়-নিরালাস্থ কার্যালয়ে অনুষ্টিত হয়। সংসদের সভাপতি মুজিব ইমরান বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সংসদের প্রতিষ্ঠাতা ও চকবাজার থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম আনিসুজ্জামান। তিনি বলেন- বর্তমান অস্থির ও মানবিক মূল্যবোধহীন সমাজকে পরিশুদ্ধ ও বিবেকবান হিসাবে গড়ে তুলতে হলে সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম, আসুন সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে মাদক, জঙ্গীবাদ দূর করি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল খায়ের বাচ্চু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম-সম্পাদক মোঃ রাজিব চৌধুরী, সমাজকল্যান সম্পাদক মাহবুবুল আলম লিটন, চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা মুহাম্মদ মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক ফারুকুল ইসলাম আনন্দ, সাংস্কৃতিক সম্পাদক শাওয়াল মাহমুদ ইভান, ত্রাণ সম্পাদক নিয়াজ চৌধুরী আদনান, বিতর্ক ও প্রতিযোগিতা সম্পাদক আবুল আসেত অয়ন ও সদস্য নুর ইমরান স্বাগত। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধনের মধ্য দিয়ে সাংগঠনিক মাস শুরু করে তা আগামী ডিসেম্বরে ৩ যুগ পূর্তি উৎসব পালনের মধ্যে দিয়ে গৃহিত কর্মসূচি শেষ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি