চকবাজার থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

4

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর চকবাজারস্থ কিশলয় ক্লাবে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী। চকবাজার থানা জামায়াতে ইসলামীর আমীর খালেদ আনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আমীর আবদুল জব্বার, মহানগর জামায়াতের ইসলামীর নায়েবে আমীর নজরুল ইসলাম, মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, আবু সাইদসহ শত শহিদের রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে বাংলার ছাত্র জনতা। শহিদদের শাহাদাতের তামান্না নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জামায়াত কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ভূমিকা পালন করবে। তারা আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। গণহত্যায় জড়িত পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের দ্রæত আটক করতে হবে। পাশাপাশি সম্মেলনে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান বক্তারা।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা সেক্রেটারি আবদুল হান্নান, মুহাম্মদ ইলিয়াছ, সাদুর রশিদ চৌধুরী, আবদুল রাকিব, এরশাদুল ইসলাম অন্যরা। বিজ্ঞপ্তি