চকবাজার থানা ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

8

পূর্বদেশ অনলাইন

নগরীর চকবাজার থানা ছাত্রদলের পক্ষ থেকে দারুস সালাহ হাফিজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর হেলালের নির্দেশে চকবাজার থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নগরীর যুব সংগঠক নুরুল আলম শিপুর তত্ত্বাবধানে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং জুলাই শহীদের মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদকীয় মর্যাদায় ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু-বৌদ্ধ ছাত্র ও যুব ফ্রন্টের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক প্রান্ত দাশ।

বক্তারা দেশনেত্রীর রোগ মুক্তি কামনাসহ বিগত স্বৈরাচার আমলে গুম হওয়া নেতা কর্মী এবং জুলাই গণঅভ্যুথানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।