চট্টগ্রামের শিক্ষাজোন হিসাবে স্বীকৃত চকবাজারে ১৮টি মার্কেট ও ব্যবসায়ী সমিতি নিয়ে গঠিত বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেন্ডারশনের উদ্যোগে ৫ আগস্টের স্বৈরাচারের পতনের পর হঠাৎ করে চকবাজার এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনার প্রতিবাদে ফেডারেশনের আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়েত ইসলামী চট্টগ্রাম মহানগরীরর সাংগঠনিক সেক্রেটারী সাবেক ওয়ার্ড কাউন্সিলার অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। প্রধান অতিথি বলেন, দিল্লীর ইশারায় এই দেশে আবারও পরাজিত স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ননামে দেশের ক্সনরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এই জন্য দেশের আপামার জনসাধারণকে সজাক দৃষ্টি রাখার জন্য এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের শক্ত হাতে প্রতিরোধ করার জন্য এগিয়ে আমার আহŸান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামি চকবাজার থানার আমির খালেদুল আনোয়ার শিক্ষাজোন হিসাবে পরিচিত চকবাজারের সকল ব্যবসায়ীদেরকে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার আহবান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াছ, চকবাজার থানার সেক্রেটারী আবদুল হান্নান, কেয়ারী শপিংমলের সাধারণ সম্পাদক দিদারুল আলম খসরু, চকভিউ মার্কেটের সভাপতি ক্সসয়দ হোসেন, গুলজার টাওয়ারের সভাপতি আবুল হায়াত, কেবি প্লাজার সভাপতি নজরুল ইসলাম, লালচাঁন্দ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাফা আমিন শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আবদুর রহীম, সুবসতি সৈয়দ সেন্টারের সভাপতি আব্দুল মোমিন, আলি প্লাজার সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মানান্ন সুপার মার্কেটের সভাপতি ইলিয়াছ বাবুল, আধুনিক চক সুপার মার্কেটের সভাপতি জসিম চৌধুরী, মতি কমপ্লেক্সের সভাপতি আইয়ুব আলী চৌধুরী ও মতি টাওয়ার সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।
সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন যে কোন সংকটে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং বলেন, ব্যবসায়ীরা হচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিজ্ঞপ্তি