চকবাজারে কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্তের গণসংযোগ

216

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ১৬, ২০ ও ৩২ নং ওয়ার্ডের (সংরক্ষিত-৭) মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নারীনেত্রী রুমকি সেনগুপ্ত গত ১৭ মার্চ মঙ্গলবার সকালে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি চকবাজার, দেওয়ান বাজার ও আন্দরকিল্লা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন নারায়ণ মজুমদার, শুক্লা পাল, চেমন আরা, মেরি দাশ, স্বপ্না পাল, নাছিমা আক্তার, খুরশিদা বেগম, তপতী দাশ, উজ্জ্বল পাল, রুবেল দাশ প্রমুখ।