ঘুষের টাকাসহ দুদকের ফাঁদে ধরা ভূমি কর্মকর্তা

35

বাঁশখালীর গুনাগরীতে অবস্থিত কোকদন্ডী ভূমি অফিসে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা নুরুল আলম সিদ্দিকিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বিকাল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ঘুষ নেয়া ১৫ হাজার টাকা ছাড়াও আরো ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। নুরুল আলম একই উপজেলার কাথরিয়া গ্রামের মৃত তজর আলীর পুত্র। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
দুদক সূত্র জানায়, কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামের মৃত মো. সিরাজুল ইসলামের পুত্র মৃত শাহেদুল ইসলামকে নামজারী খতিয়ান করে দেওয়ার নামে ঘুষ দাবি করেন নুরুল আলম। কথামতো গতকাল বিকালে ১৫টি এক হাজার টাকার নোটে ১৫ হাজার টাকা প্রদান করেন। ঘুষ গ্রহণের পরপরই তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার ফুল হাতা শার্টের পকেট হতে ঘুষের টাকা উদ্ধার করে জব্দ করা হয়। পরে অফিসে ব্যবহৃত ট্রেবিল ড্রয়ার হতে ৪৫ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন পূর্বদেশকে বলেন, আগাম সূত্রে খবর পেয়ে কোকদন্ডী ইউনিয়ন ভ‚মি অফিসের আশপাশে অবস্থান নিই। বিকালের দিকে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে টাকা নেয়া মাত্র আমরা অভিযান চালিয়ে ১৫ হাজার টাকাসহ তহসিলদারকে হাতেনাতে গ্রেপ্তার করি। এর আগে আমরা অভিযোগ পেয়ে কমিশনের অনুমোদন নিই। অভিযানকালে আরো প্রায় ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ টাকাগুলোর বৈধ উৎস সম্পর্কে খোঁজ-খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দ.বি. ১৬১ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।