ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে জয়ের লক্ষ্য টাইগারদের

9

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতেই রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচ খেলেও পয়েন্টের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। টেবিলে নয় নম্বরে রয়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। বিপরীতে দশ ম্যাচে ১২০ পয়েন্ট পেলেও টেবিলের ৮ নম্বরে অবস্থান শ্রীলঙ্কার। এবার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে এ দুই দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আজ (বুধবার) শুরু হচ্ছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
সা¤প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দুই দলের কেউই খুব একটা ভালো অবস্থায় নেই। বাংলাদেশ গত তিন বছরে নয়টি টেস্ট খেলেছে- জিতেছে মাত্র ১টি, পরাজয় বাকি সবগুলোতে। এসময় তারা হেরেছে টেস্ট ক্রিকেটে নবাগত আফগানিস্তান ও আনকোরাদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের কাছে।
প্রায় একই অবস্থা শ্রীলঙ্কারও। নিজেদের গত নয় ম্যাচে বাংলাদেশের মতো একটিই জয় লঙ্কানদের, জিম্বাবুয়ের বিপক্ষে। তবে তিনটি ম্যাচ ড্র করতে পেরেছে তারা। যার মধ্যে রয়েছে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচেই ড্র করার স্মৃতি।
এখন দুই দলের সামনেই এটি ঘুরে দাঁড়ানোর সিরিজ। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে এ সিরিজে ভালো করার লক্ষ্যেই মাঠে নামবে দুই দল।
তবে দুদলের মুখোমুখিতে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। জয়, সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ জুটি- সব রেকর্ডই কথা বলছে লঙ্কানদের পক্ষে। তার উপর স্বাগতিক হওয়ার অ্যাডভান্টেজ তো রয়েছেই।
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মোট ২০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৬টি ম্যাচেই জিতেছে লঙ্কানরা। আর ২০১৭ সালের নিজেদের শততম টেস্ট খেলতে নেমে শ্রীলঙ্কার মাটিতে ৪ উইকেটের জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল। লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় এই একটিই। অন্য তিনটি ম্যাচ ড্র হয়েছে।
এদিকে বাংলাদেশের পেস দুর্বলতার কথা মাথায় রেখে শ্রীলঙ্কা পেস বোলিং সহায়ক উইকেট বানাচ্ছে বলে খবর পাওয়া গেছে। তাদের ঘোষিত স্কোয়াডে ৫ জন পেসার রাখা হয়েছে। আজ সকালে ঘাস কাটা এবং বেস্ট ইলেভেন ঘোষণার পরই এ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
শুনতে খারাপ লাগলেও সত্য যে, তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশের সা¤প্রতিক পারফরম্যান্স একেবারে যাচ্ছেতাই। টেস্ট ক্রিকেটে তো আরও বাজে। ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবগুলো টেস্টেই হার ছিল সঙ্গী। কিন্তু আজ শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ভালো খেলতে মুখিয়ে মুমিনুলের দল। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল জানিয়েছেন, শ্রীলঙ্কাতে তারা জেতার জন্যই গেছেন। সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার কথা ভুলে গিয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া টাইগাররা। দলের সেরা তারকা সাকিববিহীন বাংলাদেশ দল এবার কেমন খেলে সেটাই দেখার বিষয়।
মহামারী করোনার কারণে দর্শকবিহীন এ টেস্ট উপভোগের একমাত্র মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া। বাংলাদেশের দু’টি বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস ও গাজী টেলিভিশন (জি টিভি) ছাড়া দেশের বাইরের চ্যানেল ভারতের সনি সিক্স, সনি লাইভ (অনলাইন প্ল্যাটফর্ম), জিও টিভিতেও দেখা যাবে টেস্ট দুইটি।