ঘুরে দাঁড়ানোর প্রত্যয় চিটাগাং কিংসের

1

ক্রীড়া প্রতিবেদক

বিপিএল এর শুরুতেই তারকাখচেত টিম আর দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ক্রিকেটমোদী মহলে আলোড়ন সৃষ্টি করেছিল চিটাগাং কিংস। কিন্তু কর্তৃপক্ষীয় বৈরিতার শিকার হয়ে মাঝখানে এক দশক অনুপস্থিতির পর আবারো বিপিএল মাঠে ক্রিকেট পাগল সামির কাদের চৌধুরীর দলটি।
তবে এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ভক্তদের মন ভরাতে পারেনি বিপিএলে ‘নতুনভাবে’ ফিরে আসা দলটি। খুলনার বিরুদ্ধে ৩৭ রানে হারের পর কিংস ম্যানেজ্যান্ট থেকে শুরু করে ভক্তরা তাকিয়ে আজকের ম্যাচের দিকে। আজ বেলা ২টায় ঘুরে দাঁড়ানোর মিশনে চট্টগ্রামের দলটি রাজশাহীর মুখোমুখি হবে। চিটাগাং কিংস সংশ্লিষ্টরা বলেন, সাকিব আল হাসানের সার্ভিস পাচ্ছে না দল, দলভুক্ত থাকলেও প্রথম ম্যাচে দেখা যায়নি সুপার স্টার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও মঈন আলীকে। সাকিবকে পাওয়ার সম্ভাবনা শুন্য, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও মঈন আলীও অনিশ্চিত বলে গতকাল একটি সুত্র জানিয়েছে। তাদের পাওয়া গেলে দল অবশ্যই ব্যালেন্সড হতো বলে জানালেন তারা।
ফ্র্যাঞ্চাইজিটির সত্ত¡াধিকারী সামির কাদের চোধুরী বলেন, আমরা আশাবাদী দল দ্রুত ঘুরে দাঁড়াবে। ভক্তদের হতাশ না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি যোগ করেন, দলের সাথে কাজ করছেন কিংবদন্তী শহিদ আফ্রিদি, আছেন কোচসহ অন্যরাও। সাথে ক্রিকেটার সংগ্রহেও চমক অপেক্ষা করছে সবার জন্য। সামির কাদের চৌধুরী দোয়া চেয়ে দলের সমর্থনে সকলকে একযোগে কাজ করা এবং পাশে থাকার আহবান জানান।