ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির আইনশৃংখলা বিষয়ক সভা

2

ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটি আয়োজিত ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির ২৫ বছর পূর্তি ও বর্তমান আইনশৃংখলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা গতকাল বিকাল ৩টায় ঘাসিয়ার পাড়া হাজী আরবান আলী জামে মসজিদ চত্বরে ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক এম এ নাসের এর সঞ্চালনায় ও ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সুমন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান (পিএসসি)। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (চকবাজার জোন) মো. নূরে আল মাহমুদ, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির, উমর আলী মাতব্বর মহল্লা কমিটির সেক্রেটারি ম নাছির উদ্দিন শাহ, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, হারেজ শাহ লেইন মহল্লা কমিটির সভাপতি শহিদুল আলম খসরু, সেক্রেটারি হারুন উর রশিদ জাসেদ, বড় মিয়া মসজিদ মহল্লা কমিটির সেক্রেটারি এডভোকেট জানে আলম, বারাই পাড়া মহল্লা কমিটির সেক্রেটারি গোলজার হোসাইন, বাদশা চেয়ারম্যান ঘাটা মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ।
বক্তব্য দেন মহল্লা কমিটির উপদেষ্টা মসিউদৌলা জাহাঙ্গীর, সহ-সভাপতি সিকান্দার মেহেদী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম জাহিদ, হাজী আরবান আলী জামে মসজিদের মোতোয়াল্লী ও মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক যায়েদ বিন সুলতান, সংগঠক মুসলিম আলী, নুরুল আমিন, ডা. আর কে রুবেল, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য হাজী আসহাব উদ্দিন, হাজী আমিনুর রহমান, সহ-সভাপতি আজিজুর রহমান, মো.এস্কান্দর, আকতার হোসেন,সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান বাহাদুর, সরফরাজ নেওয়াজ, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল হক, প্রচার সম্পাদক এনামুল হক, কার্যকরী সদস্য আনোয়ার আলম, মোরশেদুল আলম, আবছার উদ্দিন, চকবাজার থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লিটন দাশ ইপ্তি, মিলন দাশ, স্বপন দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপির উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খান বলেন, ইনসাফভিত্তিক সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান হতে এগিয়ে আসতে হবে। তিনি সামাজিক ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে সর্বত্র শান্তি বজায় রাখার জন্য পুলিশ বাহিনীর ওপর আস্থা রাখা এবং সহযোগিতা করার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি