ঘর থেকে ডেকে নেয়ার পর নদীতে মিলল যুবকের লাশ

4

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ঘর থেকে ডেকে নেয়ার ১৬ ঘন্টা পর মো. শাকিল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বদরখালী নৌ পুলিশ। গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার বদরখালী ফিশারীঘাট এলাকা সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় শাকিলের লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শাকিল বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনজুর আলম মাঝির ছেলে।
বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার উদ্দীন রুবেল জানান, শুক্রবার ভোরগত রাত ২ টার দিকে কথা আছে বলে কে বা কারা শাকিলকে ধরে নিয়ে যায়। বিষয়টি আত্মীয়-স্বজনের মধ্যে জানাজানি হলে তাকে বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। বিষয়টি বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি মিজানুর রহমানকে অবগত করার পর চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি মিজান সঙ্গীয় পুলিশ নিয়ে বদরখালী চ্যানেলের বিভিন্ন স্থানে তল্লাশি করার সময় বিকাল ৪ টায় বদরখালীর দক্ষিণ মাথা ফিশারী ঘাট সংলগ্ন এলাকাস্থ নদীতে শাকিলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।
তবে স্থানীয় লোকজন জানায়, চুরির অপবাদ দিয়ে এলাকার কিছু লোক ওই যুবককে রাতে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার পর নদীতে ফেলে দিয়ে চলে যায়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ শাকিলের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।