ঘরের কাজে ডুবে আছেন সোনাজয়ী ইতি

31

ক্যাম্প চললে বাড়ি যাওয়ার সুযোগ মেলে না। করোনাভাইরাসের কারণে ছুটি মিলেছে। বাড়িতেও গেছেন ইতি খাতুন। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণের আতঙ্কে বেরুতে পারছেন না বাইরে। তাই ঘরের কাজে মাকে সহযোগিতা করে অলস সময় কাটানোর কথা জানালেন গত এসএ গেমসে তিনটি সোনা জেতা এই আর্চার। করোনাভাইরাস প্রতিরোধে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করতে ছেড়ে দিয়েছে আর্চারি ফেডারেশন।
ইতিও ফিরেছেন গ্রামের বাড়ি চুয়াডাঙায়। কিন্তু ফেডারেশনের কড়া নিষেধ আছে বাইরে না যাওয়ার। তাই ঘরবন্দী হয়ে হাঁপিয়ে উঠলেও ঘরের চৌকাঠ পেরুচ্ছেন না ১৫ বছর বয়সী এই আর্চার। কাঠমান্ডু-পোখারার গত এসএ গেমসে রিকার্ভের তিন ইভেন্টে সোনা জিতে চমক জাগানো ইতি সবাইকে অনুরোধও করলেন ঘরে থাকার। “সারাক্ষণ ঘরে থাকার কষ্টটা বুঝতে পারছি। আমিও হাঁপিয়ে উঠেছি। কেননা, এভাবে তো লম্বা ছুটি নিয়ে বাড়ি আসা হয় না। এবার আসতে পারলেও কোথাও যেতে পারছি না ভাইরাসের কারণে। তাই কষ্ট হলেও ঘরে থাকছি। সবাইকে একটা অনুরোধই করব, যত কষ্টই হোক, ঘরে থাকুন।”