পতেঙ্গার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গ্লোরিয়াস পাবলিক স্কুল (জিপিএস) বিজয় দিবস উপলক্ষে শীতকালিন পিঠা উৎসবের আয়োজন হয়। পিঠা উৎসবে স্কুলের প্রধান শিক্ষক এ কে এম ওমর ফারুক’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফয়সাল খান, সাফুরা আক্তর মুক্তা’র উপস্থাপনায় উক্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালক আব্দুল্লাহ ওমর নাসিফ, জহির উদ্দীন, বিশিষ্ট শিশু সংগঠক ও ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরীর পরিচালক মো. খিজির আলম, চট্টগ্রাম ডিসি অফিস এনজিও সেল এর এক্সিকিউটিব মেম্বার মাজেদুল হক, বেপজার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। বক্তারা বলেন, গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য পিঠা উৎসবের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। উৎসবে হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসে স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীরা, ক্ষুদে বিক্রেতাদে পিঠা পুলি বেচা বিক্রির পাশাপাশি চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় পিঠা উৎসব। বিজ্ঞপ্তি