গ্লোবাল ইসলামী ব্যাংকের দুটি উপশাখা উদ্বোধন

103

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৭ জুন ঢাকার নিকুঞ্জ এবং সাভারের আক্রান বাজারে দুইটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে উপশাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে। বিজ্ঞপ্তি