গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রীর বাসায় মিলল ৩ কোটি টাকা ও ৮৫ ভরি স্বর্ণসহ বিদেশি মুদ্রা

1

পূর্বদেশ ডেস্ক

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে নগদ তিন কোটি টাকা, আট দেশের বড় অংকের মুদ্রা ও ৮৫ ভরি সোনা জব্দ করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। খবর বাংলানিউজের।
তিনি জানান, সাবেক মন্ত্রীকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১১২০ কানাডিয়ান ডলার, ১১০০ ইউরো, ৫৩০০ থাই বাথ, ১৯৫৩ মার্কিন ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩০০০ রুপি, ৩১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।
উপ-কমিশনার তালেবুর আরও জানান, আসামিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরও দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।