গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি না দিলে আন্দোলন

21

হাটহাজারী থেকে রবিবার রাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে আটক সহ অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস হামিদিসহ সারাদেশে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
গতকাল সোমবার দুপুর পৌনে ১টার দিকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। দাবি মানা না হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেন বাবুনগরী।
তিনি বলেন, অবিলম্বে আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি ইলিয়াস হামিদিসহ আটকদের নিঃশর্ত মুক্তি দিয়ে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে।
পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হেফাজতের নেতাকর্মীদের শহীদ করেছে দাবি করে তিনি বলেন, এসব ন্যক্কারজনক ঘটনার পরও দেশের বিভিন্ন জায়গায় একের পর মিথ্যা মামলা করা হচ্ছে হেফাজত নেতাকর্মীদের নামে। এরপরও হেফাজত ধৈর্যের পরিচয় দিচ্ছে। প্রশাসন একে দুর্বলতা মনে করলে চরম মাসুল দিতে হবে।
বাবুনগরী বলেন, গভীর রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হেফাজত নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। নেতাকর্মীদের ওপর এভাবে জুলুম চলতে থাকলে আমরা নিশ্চুপ বসে থাকব না।