গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (জিএমসিএ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ১৯ মার্চ স্থানীয় শাহাজালাল মসজিদে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন সংগঠনের সহ-সভাপতি আনোয়ারুল আজিম। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরী। শাহাজালাল মসজিদ এবং জিএমসিএ’র যৌথ পরিচালনায় ও তত্ত¡াবধানে সুশৃংখল এবং আন্তরিক আতিথিয়তায় নানা বয়সী এবং বিভিন্ন পেশার মানুষ ইফতার করেন সেখানে। সার্বিক সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর ইসহাক, শাহেদ মালেক, মহিদুল মাওলা, নাজমুল হক রিবন, রিয়াদ কাদেরী, তৌহিদুল ইসলা, মোহাম্মদ খান টিটু, মোরশেদ, জামাল আহমেদ, দিপু সারোয়ার উদ্দিন, সামস ইলিয়াছ, জয়নাল আবেদীন নিপু, ফখরুল আলম, মুনির হোসেন, হুমায়ন কবির, আসিফ, মোহাম্মদ জাহেদ, মহিউদ্দিন, রাশেদুল চৌধুরী, ফায়েজউল্লাহ প্রমুখ। বিশেষভাবে উল্লেখযোগ্য সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের সন্তান সায়ান মওলাকে কোরআনে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জনের জন্ম সন্মাননা ক্রেষ্ট প্রদান মিসনস হেড অব সেনসরি আবু সালেহ মুহাম্মদ মুছা। বিজ্ঞপ্তি