গ্রী গ্লোবাল বাংলাদেশ এর পার্টনার সম্মেলন অনুষ্ঠিত

1

বিশ্বের নাম্বার ১ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী এর পার্টনার সম্মেলন সম্প্রতি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এ অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন গ্রী গ্লোবাল এর এসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই এবং গ্রী গেøাবাল এর সেলস ডিরেক্টর রাইয়ান চ্যুং। দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণ করেন সারা দেশের সকল পার্টনার ও চ্যানেল পার্টনারবৃন্দ।
সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ অংশগ্রহণকারী পার্টনার ও অতিথিবৃন্দকে স্বাগত জানান। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্বসেরা গ্রী ব্র্যান্ডের পণ্য সামগ্রী দেশের ক্রেতা ও ব্যবহারকারীদের নিকট প্রচার, প্রসার, নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা প্রদানের জন্য পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ প্রদান করেন।
বিশেষ অতিথি গ্রী গ্লোবাল এর এসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই পার্টনারদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ, বর্হিবিশ্বে গ্রী’র সর্বোত্তম ব্যবসায়িক পার্টনার। গ্রী গ্লোবাল এর সেলস ডিরেক্টর রাইয়ান চ্যুং বলেন, বর্তমানে বিশ্বব্যাপী গ্রী’র সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেম স্বল্প পরিসরে সহনীয় ব্যয়ের মাধ্যমে সর্বাধিক স্পেস এয়ারকন্ডিশনিং করা যায়। গ্রী’র ভিআরএফ, স্ক্রু চিলার, সেন্ট্রিফিউগাল চিলার এবং প্যাকেজড টাইপ এয়ারকন্ডিশনিং সিস্টেম বিশ্বের অধিকাংশ বৃহৎ কর্পোরেট অফিস, বহুতল ভবন, হাসপাতাল, বাণিজ্যিক ভবন, শপিংমল এবং শিল্প কলকারখানায় ব্যবহার করা হচ্ছে। গ্রী’র আবিষ্কৃত আধুনিক ওয়াটার কুলড ম্যাগনেটিক চিলার প্রযুক্তি ইন্ডাষ্ট্রিয়ালসহ বৃহৎ প্রকল্পের এয়ারকন্ডিশনিং কার্যক্রমকে করছে সহজলভ্য এবং পরিবেশবান্ধব। গ্রী’র এই প্রযুক্তি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে।
সম্মেলনে গ্রুপটির এমডি মো. নুরুল আমিন বলেন, একসময় বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর। ইলেক্ট্রনিক্স ক্ষেত্রে শিল্পবান্ধব নীতির ফলে তা এখন স্ব-নির্ভর শিল্প খাতে পরিণত হতে চলছে।
সম্মেলনে ২০২৫ সালের বিপণন কার্যক্রমকে আরো গতিশীল ও সুদৃঢ় করতে গ্রাহকদের চাহিদা ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। শেষ পর্বে গ্রী বিজনেস মিট ২০২৫ কার্যক্রমের মাধ্যমে পরিসমাপ্তি ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ, নুরুল আজিম সানি এবং বিক্রয় ও বিপণন এর জিএম মাহমুদুন নবী চেীধুরী সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি