গ্রামীণ ৮৩ কাঁচা সড়ক পাকা হবে

19

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে চট্টগ্রামের ৮৩টি গ্রামীণ সড়ক পাকাকরণের উদ্যোগ নেয়া হয়েছে। গ্রামীণ কাঁচা সড়কগুলো পাকা ও টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে সড়কগুলোতে ইট বসানো হবে। চট্টগ্রামের ১৫ উপজেলায় এসব ছোট প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ৪৬ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার টাকা। ইতোমধ্যে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শুরু করবেন কার্যাদেশ পাওয়া ঠিকাদাররা।
চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ পূর্বদেশকে বলেন, ‘গ্রামীণ জনপদে শহরের পরিবেশ ফেরাতে চায় সরকার। এজন্য গ্রামেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এরমধ্যে এলজিইডির পক্ষ থেকে যেসব সড়ক এখনো পাকা হয়নি অর্থাৎ কাঁচা থাকা সড়কগুলো আমরা পাকা করবো। ইট দিয়ে শক্ত, মজবুত ও টেকসই সড়কে রূপান্তর হবে চট্টগ্রামের ৮৩টি সড়ক। যে সড়কগুলো অর্ধ কিলোমিটার থেকে দুই কিলোমিটার দীর্ঘ এবং জনগণের চলাচলে গুরুত্বপূর্ণ এসব সড়কই প্রকল্পভুক্ত করা হয়েছে।’
জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে হাতে নেয়া ৮৩ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। গত ১৫ অক্টোবর ফরম বিক্রি শেষে ১৬ অক্টোবর দরপত্র উন্মুক্ত করা হয়। প্রতিটি প্রকল্পের বিপরীতে কমপক্ষে ১০ থেকে ১৫টি করে ফরম জমা পড়েছে। ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ শেষে কার্যাদেশ প্রদান করার কাজ চলছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মিরসরাইয়ের ১০টি প্রকল্পের বিপরীতে পাঁচ কোটি ৪৮লক্ষ ৬৩ হাজার টাকা, সীতাকুন্ডের চারটি প্রকল্পের বিপরীতে দুই কোটি ১৯ লক্ষ ২০ হাজার টাকা, ফটিকছড়ির সাতটি প্রকল্পের বিপরীতে চার কোটি ১০লক্ষ ২১ হাজার টাকা, হাটহাজারীর ৯টি প্রকল্পের বিপরীতে ৫ কোটি ৪৭ লক্ষ ৮৪ হাজার টাকা, রাউজানের পাঁচটি প্রকল্পের বিপরীতে দুই কোটি ৭৪ লক্ষ ৭৪ হাজার টাকা, রাঙ্গুনিয়ার ছয়টি প্রকল্পের বিপরীতে তিন কোটি ২৮লক্ষ ৯২ হাজার টাকা, বোয়ালখালীর চারটি প্রকল্পের বিপরীতে দুই কোটি ১৯লক্ষ ৪৫ হাজার টাকা, পটিয়ায় ছয়টি প্রকল্পে তিন কোটি ২৯ লক্ষ ২৫ হাজার টাকা, আনোয়ারায় পাঁচটি প্রকল্পে দুই কোটি ৭৪ লক্ষ ৫৫ হাজার টাকা, চন্দনাইশের চারটি প্রকল্পে দুই কোটি ১৯ লক্ষ ৪৮ হাজার টাকা, সাতকানিয়ার ছয়টি প্রকল্পের তিন কোটি ২৯ লক্ষ ২০ হাজার টাকা, লোহাগাড়ার চারটি প্রকল্পে দুই কোটি ১৯ লক্ষ ৮০ হাজার টাকা, বাঁশখালীর পাঁচটি প্রকল্পে দুই কোটি ৭৪ লক্ষ ১৮ হাজার টাকা, স›দ্বীপের পাঁচটি প্রকল্পে দুই কোটি ৮৮ লক্ষ সাত হাজার টাকা ও কর্ণফুলীর তিনটি প্রকল্পে এক কোটি ৬৪ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বাঁশখালীর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী পূর্বদেশকে বলেন, ‘বাঁশখালীতে হাতে নেয়া পাঁচটি প্রকল্পের বিপরীতে মোট ২৪১টি ফরম জমা পড়েছিল। ফরম যাচাইবাছাই শেষে পাঁচজন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। এ কাজ সম্পন্ন হলে সড়কগুলোর চলাচল উপযোগী হবে।’