প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন করা হয়েছে। ১০-১১ মে দুদিনব্যাপী এই উৎসব উদ্যাপন করা হয়। ১১ মে সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, পৃথিবী আজ অশান্ত। আজ তার চারিদিকে যুদ্ধ-বিগ্রহ। এই অশান্ত পৃথিবীতে গভীর শান্তি প্রয়োজন। গৌতম বুদ্ধ সারাজীবন এই শান্তির কথাই বলে গেছেন। তিনি চেয়েছেন, পৃথিবীতে শান্তি বয়ে আসুক, কল্যাণ বয়ে আসুক, আসুক সম্প্রীতি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। তিনি শান্তির পাশাপাশি অহিংসার কথাও বলে গেছেন।
প্রধান অতিথি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রাণসঞ্চালক, মূল চালিকাশক্তি ও সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু উল্লেখ করে বলেন, এই ইউনিভার্সিটিতে চারটি ধর্মের (ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান) প্রার্থনালয় আছে। এটা প্রমাণ করে, এখানে রয়েছে সকল মতের, সকল ধর্মের সহাবস্থান। এখানে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গৌতম বুদ্ধের দেখানো শান্তি।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, গৌতম বুদ্ধ যে-শান্তির কথা বলে গেছেন, আমরা এই ইউনিভার্সিটিতে সেই শান্তির ধারা অব্যাহত রাখতে চাই।
উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির অনুষ্ঠানে বেলুন উড়ান ও বিশ্বশান্তি কামনায় কবুতর অবমুক্ত করেন।
আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিল্লোল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, সহকারী প্রক্টর অনুপ কুমার বিশ্বাস ও বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি