গৌতম গম্ভীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

32

ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলে দু’বারের বিশ্বকাপজয়ী গৌতম গম্ভীরের বিরুদ্ধে জারি হয়েছে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। একটি রিয়াল এস্টেট সংক্রান্ত জালিয়াতি মামলায় ফেঁসে গেছেন ভারতের সাবেক ওপেনার। রিয়াল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় ছিলেন গম্ভীর। তার বিরুদ্ধে অভিযোগ একাধিকবার শুনানির দিনে গম্ভীরকে ডাকা হলেও আদালতে হাজিরা দেননি। সে কারণেই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ভারতীয় মিডিয়া জানাচ্ছে, দিল্লির গাজিয়াবাদ অঞ্চলের ইন্দ্রপুরামে রুদ্র বিল্ডওয়েল রিয়েলিটি প্রাইভেট লিমিটেড নামের এক নির্মীয়মান আবাসন প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় ছিলেন গম্ভীর। ১৭জন ক্রেতার অভিযোগ, ২০১১ সালে এই প্রকল্পে ২ কোটি টাকা মূল্যে ফ্ল্যাটের অগ্রিম বুকিং করলেও সেই ফ্ল্যাটের চাবি পাননি তারা। পরে নির্মীয়মান প্রকল্পটিতে বাধা পড়ে।
মামলার শুনানির জন্য গম্ভীরকে একাধিকবার ডাকা হলেও আদালতের রায় এড়িয়ে যাওয়ায় এবার জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। নতুন বছরের ২৪ জানুয়ারি গম্ভীরকে আদালতে হাজিরা দিতে হবে।