গোল করে বাবাকে স্মরণ করলেন রোনালদো

1

গোল করা থামছেই না ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকালও আল রাইয়ানের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। তবে উদযাপনে দেখা গেল ভিন্নতা। দুই হাত উঁচিয়ে আঙুল আকাশের দিকে তাক করে পর্তুগিজ এই তারকা স্মরণ করলেন প্রয়াত বাবাকে। গতকাল রাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এলিট গ্রুপের ম্যাচে কাতারের ক্লাব আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। শেষদিকে আল রাইয়ান গোল পেলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। হাজার গোলের পথে ক্যারিয়ারে ৯০৪তম গোল উদযাপনে বাবাকে স্মরণ করলেন তিনি।