গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে সভা

57

আসন্ন শ্যামাপূজা উদ্যাপন উপলক্ষে নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরের উদ্যোগে এক প্রস্তুতি সভা গত ১৮ অক্টোবর সন্ধ্যায় কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি হরিপদ দে এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাইকেল দে এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি সৌমিত্র চক্রবর্তী, দুলাল চৌধুরী, বাবুল দত্ত, বাবুল চৌধুরী, কৃর্তিমান সাহা, কাজল কান্তি দেব, অধ্যাপক সবুজ কান্তি নাথ, উজ্জ্বল চক্রবর্তী, বিশ্বনাথ দাশ বিশু, দুদুল দত্ত, অমল কৃষ্ণ নাথ, দেবাশীষ নাথ দেবু, অ্যাড. নিখিল কুমার নাথ, শৈবাল ভৌমিক, শুভ্র দেব বাবু, সুমন সেন প্রমুখ। সভায় আগামী ২৭ অক্টোবর শ্যামাপূজা উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় গীতাপাঠ, দুপুর ১২টায় মায়ের পূজা, সাড়ে ১২টায় ভক্তিমূলক গান, দেড়টায় প্রসাদ আস্বাদন, বিকাল ৩টায় শ্যামা সংগীত পরিবেশন, সন্ধ্যা ৭টায় ধর্মসম্মেলন ও বস্ত্র বিতরণ। অনুষ্ঠানে আশীর্বাদক থাকবেন শ্রীমৎ স্বামী ল²ী নারায়ন কৃপানন্দ পুরী মহারাজ। উদ্বোধক থাকবেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান। সংবর্ধিত অতিথি থাকবেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন। প্রধান বক্তা ধর্মতত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করা হয়। বিজ্ঞপ্তি