গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের শ্যামাপূজা উদ্যাপন

2

নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী শ্যামাপূজা গত ৩১ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সাংগঠনিক সম্পাদক এড. নিখিল কুমার নাথ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল মুহুরীর সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আলোচনা সভা উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান অতিথি ছিলেন পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি সনাতনী স¤প্রদায়ের সকলকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় ধর্মালোচক ছিলেন নন্দনকানন ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ তারক নিত্যানন্দ প্রভু ও প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী। অতিথি ছিলেন আর কে দাশ রুপু, সমীর কান্তি দে, নিহার মল্লিক, নিকেল দে, দীপু নাথ দত্ত, আশীষ বরণ সাহা, আয়ান শর্মা। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি দুলাল চৌধুরী, অজিত কুমার দাশ, পরিমল সিকদার, সাধন সিংহ, ইঞ্জিনিয়ার বাবুল চৌধুরী, প্রবীর দে, লেনিন পাল, আশুতোষ বিশ্বাস, উজ্জ্বল দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না, অমল কৃষ্ণ নাথ টুটুল, রুভেল দে, শৈবাল ভৌমিক, মিহির দে, প্রদীপ দাশ বাবু, অর্থ সম্পাদক সঞ্জয় প্রসাদ মল্লিক, কর্মকর্তা রাজীব চক্রবর্তী, যীশু নাথ, এড. তপন কান্তি দাশ, সমীর মালাকার, সিদ্ধার্থ শংকর দাশ সিধু, তুহিন রায়, ইঞ্জিনিয়ার জয়দেব বৈদ্য, কুমার বিশ্বাস, সৃজন রায়, লায়ন সন্তোষ নন্দী, সুজন মজুমদার, অসীম দত্ত, রাজু বণিক, সুমন সেন, স্ট্যালিন দে, অর্জুন কুমার নাথ, দিলীপ দাশ, রনজিত শীল, দোলন শর্মা, মিন্টুময় চৌধুরী, জ্যাকসন দাশ, প্রহহ্লাদ সরকার, রুবেল চৌধুরী, পংকজ বিশ্বাস, রাকেশ ধর, সাজু তালুকদার, রুবেল দাশ, কৃষ্ণ দাশ প্রমুখ। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল গীতাপাঠ, চন্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যনাট্য, চন্ডী পরিক্রমা, প্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি