নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী বাসন্তী পূজা ও বসন্ত উৎসব পাঁচদিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ৭ এপ্রিল সম্পন্ন হয়েছে। মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- মায়ের বোধন, ষষ্ঠীপূজা, সপ্তমীপূজা, অষ্টমীপূজা, মহানবমী পূজা, মহাদশমী পূজা, মায়ের সন্ধ্যা আরতি, পুষ্পাঞ্জলি প্রদান, সিঁদুর খেলা, অন্নপ্রসাদ আস্বাদন।
উৎসবে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে মিলনমেলায় পরিণত হয়। প্রতিদিন দর্শনার্থীদের সাথে কুশল বিনিময়কালে উপস্থিত ছিলেন গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত, সহ-সভাপতি পরিমল সিকদার, নিকেল দে, দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রুভেল দে, মিহির দে, ইঞ্জিনিয়ার শৈবাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক দীলিপ দাশ, সহ-সাংস্কৃতিক সৃজন রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল মুহুরী, দপ্তর সম্পাদক রাজীব চক্রবর্তী, সহ-দপ্তর সম্পাদক সুজন মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক সুমন সেন, সদস্য রাজীব বণিক রাজু, উত্তম বিশ্বাস সিআইপি, ইঞ্জিনিয়ার জয়দেব বৈদ্য, যীশু নাথ, কুমার বিশ্বাস, লায়ন সন্তোষ কুমার নন্দী, মৃদুল কান্তি কর্মকার, আশীষ আচার্য্য, বিপ্লব দে, অর্জুন নাথ, মিন্টুময় চৌধুরী, এস প্রকাশ পাল, রুবেল চৌধুরী, রাকেশ ধর, রুবেল দাশ, অমিত বিশ্বাস, অমলকৃষ্ণ বৈষ্ণব প্রমুখ। বিজ্ঞপ্তি