গোলপাহাড় কালী মন্দিরে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব

1

নগরীর ও.আর. নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব ২৪ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি হরিপদ দে, দুলাল চৌধুরী, সাধন সিংহ, আশীষ বরণ সাহা, পরিমল সিকদার, নিকেল দে, লেনিন পাল, দীপক কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না, অমলকৃষ্ণ নাথ টুটুল, রুভেল দে, শৈবাল ভৌমিক, মিহির দে, সাংগঠনিক সম্পাদক এড. নিখিল কুমার নাথ, কর্মকর্তা রাজীব চক্রবর্তী, দীলিপ কুমার দাশ, সিদ্ধার্থ শংকর দাশ, সিধু, ইঞ্জিনিয়ার জয়দেব বৈদ্য, যীশু নাথ, কুমার বিশ্বাস, সৃজন রায়, এস প্রকাশ পাল, মৃদুল কান্তি কর্মকার, সুমন সেন, সুজন মজুমদার, রাজীব বণিক রাজু, স্ট্যালিন দে, অসীম দত্ত, রনজিত শীল, অর্জুন নাথ, সম্পদ দে, মিন্টুময় চৌধুরী, প্রহহ্লাদ দাশ, অনজন দাশ, রুবেল চৌধুরী, শুভ মল্লিক, রাকেশ ধর, সাজু তালুকদার, রুবেল দাশ, কৃষ্ণ দাশ প্রমুখ। অনুষ্ঠানে ভাগবতপাঠ ও লীলা কীর্তন পরিবেশন করেন সৌরভ সাহা। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি