গোপাল ঘাঁটা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার গোপাল ঘাঁটা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের অসমাপ্ত কাজ এবং গেইট নির্মাণের কাজ গত রবিবার সকালে উদ্বোধন হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আবু তালেব, প্রতিষ্ঠাতা সদস্য দেলোয়ার হোসেন কন্ট্রাকটার, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সামাদ, ফটিকছড়ি উপজেলার গোপাল ঘাঁটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক নাছির সিকদার, দিদারুল আলম রুবেল, ব্যাংকার সাইফুল ইসলাম শাকিল, মো. জাহেদ, সেলিম উদ্দিন, এজহার মিয়া, শিক্ষক নুরুল হুদা, শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ফজল বারী। পরে সভাপতিসহ অতিথিবরা প্রধান শিক্ষককে সাথে নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেডু কার্যক্রম পরিদর্শন করেন।