সীতাকুন্ড প্রতিনিধি
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ বিক্ষোভ করেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পৌরসদর বাজার এলাকায় সীতাকুন্ড কামিল এম এ মাদ্রাসার (আলিয়া মাদ্রাসা) সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন সর্বস্তরের মুসল্লি জনতা। বিক্ষোভের সময় দাঁড়িয়ে গোপনে ভিডিও করার সময় ছাত্র নেতৃবৃন্দ সিকিউর সিটির সামনে ইসকন সন্দেহে একজনকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। ওই ইসকন সদস্যের নাম বিশ্বজিৎ মজুমদার সিপন। এসময় সেনা সদস্যরা তাকে গাড়িতে তুলে নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুন্ড প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘আমাদের প্রতিবাদ সমাবেশ বিশ্বজিৎ মজুমদার নামে ইসকনের একজন সক্রিয় সদস্য সিকিউর সিটির সামনে দাঁড়িয়ে গোপনে ভিডিও করছিল। এটা বুঝতে পেরে আমরা তার মোবাইল ফোন নিয়েছিলাম। ভিডিওগুলো ইসকনের বিভিন্ন গ্রুপে তাকে দিতে দেখেছি। পরে ছাত্রজনতা ওই ইসকন সদস্যকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হবে।’
এসময় বক্তারা বলেন, ইসকন নিষিদ্ধকরণ এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসি ও ইসকনের চিহ্নিত খুনিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়া সীতাকুন্ডে ইসকন যেকোনো মিছিল করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রসমাজ। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজের মো. আবদুল্লাহ আল ইমরান, ইকরাম হোসেন রানা, আসাদুজ্জামান আসাদ, নাফিস হাসান ইফতি, ইমাম হোসেন ভূঁইয়া।
সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা বিশ্বজিৎ মজুমদারকে ধরে ইসকন সন্দেহে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে।