রাঙ্গুনিয়ার বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় গুল-ই-রিদওয়ান স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান ২৫ মে দরবার-এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ শাহ্), অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবিদি, মাওলানা আবু জাফর মিয়া, মাস্টার মুহাম্মদ সেলিম, মাওলানা দিদারুল আলম চৌধুরী, মাস্টার মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ, মোফাচ্ছেল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি