গুলিয়াখালী সৈকতে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টা

1

সীতাকুন্ড প্রতিনিধি

নারী দিবসে দিনে-দুপুরে সীতাকুন্ডে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। গতকাল শনিবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নে গুলিয়াখালি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে সীতাকুন্ড থানা পুলিশে খবর দিলে বিকেল ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করেন।
জানা যায়, সীতাকুন্ড মহিলা কলেজের এক শিক্ষার্থী শনিবার দুপুরের দিকে রাকিব হাসান (২৩) নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যান। ওই এলাকার বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়ার সময় আগে থেকে সংঘবদ্ধভাবে থাকা চার যুবক তাদের ধরে উপকূলের ঝাউবাগান এলাকায় নিয়ে জিম্মি করে। এ সময় নারী শিক্ষার্থীর বন্ধু রাকিবকে তারা মারধর করে ছেড়ে দেন। পরে সংঘবদ্ধ দলের লোকজন তাদের কাছে টাকা দাবি করেন, না হলে এক এক করে পালাক্রমে চারজন ওই শিক্ষার্থীকে ধর্ষণ করবে বলে হুমকি দেন এবং কলেজছাত্রী ওই নারীর কাপড়-চোপড় টেনে ছিঁড়ে ফেলেন। পরে সাথে থাকা বন্ধু রাকিব স্থানীয় লোকজনকে ডেকে আনলে তারা ওই ছাত্রীকে উদ্ধার করেন। ধর্ষণের চেষ্টাকারীরা পালিয়ে গেলেও এ ঘটনা জড়িত রাশেদ নামের একজনকে আটক করে পুলিশ।
ওই কলেজছাত্রী বলেন, ‘আমরা দুজন এক সাথে ঘুরতে গিয়েছিলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। সাগর পাড়ে নেমে কিছুদূর যাওয়ার পর আমাকে জিম্মি করে ধরে নিয়ে পাশে একটি জঙ্গলে (ঝাউবন) নিয়ে যায় আগে থেকে থাকা বখাটে চার যুবক। আমার সাথে থাকা বন্ধুকে মারধর করে টাকা দাবি করে। না হলে আমাকে তারা পালাক্রমে ধর্ষণের হুমকি দিয়ে কাপড়-চোপড় টানাটানি করে ছিঁড়ে ফেলতে চেষ্টা করে। তারা এতটাই পশুর আচরণ করছে তাদের আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারছিলাম না। ঠিক ওই মুহূর্তে আমার সাথে থাকা বন্ধু স্থানীয়দের সাথে নিয়ে আমাকে উদ্ধার করেন এবং ধর্ষণ চেষ্টাকারী বখাটেরা পালিয়ে যায়।’
এসব বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ইমরান খান বলেন, ‘উদ্ধারকৃত নারী ও তার সাথে থাকা বন্ধুর কাছ থেকে যতটুকু শুনেছি ও স্থানীয়দের কাছ থেকে জেনেছি, তারা দুই বন্ধু মিলে গুলিয়াখালি সমুদ্র সৈকতের বেড়াতে যান। বেড়িবাঁধ পার হয়ে কিছুদূর যাওয়ার পর সংঘবদ্ধ বখাটে কয়েকজন যুবক তাদেরকে ধরে ঝাউবনের দিকে নিয়ে যায়। সেখানে প্রথম তাদের কাছ থেকে টাকা দাবি করে না হলে কলেজ পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করবে বলে হুমকি দেয়। একই সাথে সংঘবদ্ধ দলের লোকজন সাথে থাকা বন্ধুকে মারধর করে ছেড়ে দেয়। এই ফাঁকে সে দ্রুতগতিতে বেড়িবাঁধে এসে স্থানীয়দের ডেকে নিয়ে যান। বখাটেরা পালিয়ে যান। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়দের সহযোগিতা না পেলে সত্যি মেয়েটি আজ গণধর্ষণের শিকার হতে পারতো। গুলিয়াখালি সমুদ্র সৈকতে দূরদূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। সে হিসেবে নিরাপত্তা বলতে কিছুই নেই। পর্যটকের কথা চিন্তা করে এই গুলিয়াখালি সমুদ্র সৈকতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার বলে আমি মনে করছি।’
সীতাকুন্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘মেয়েটিকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। মেয়েটির সাথে কথা বলে যতটুকু জেনেছি বখাটেরা তাদের জঙ্গলে নিয়ে টাকা দাবি করে এবং টাকা না দিলে সংঘবদ্ধ ধর্ষণ করবে বলে হুমকি দেয়। এরই ফাঁকে সাথে থাকা ছেলেটার মাধ্যমে স্থানীয়রা বিষয়টি জেনে যায় এবং মেয়েটিকে জঙ্গল থেকে উদ্ধার করেন। এ ঘটনায় রাশেদ নামের একজনকে আমরা আটক করেছি। বাকিদেরও গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রেখেছি। এছাড়াও অন্য কোন বিষয় থাকলে এটাও আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি।’