গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমে সমাবেশ

2

আকবরশাহ থানাধীন শ্রীশ্রী গুরুক‚ল ব্রহ্মচর্য্য আশ্রমে ভক্ত সাধারণের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে সনাতনীদের মঠ-মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে ৬ ডিসেম্বর সকালে আশ্রম প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন পরিচালনা পর্যদের সভাপতি শচীন্দ্র লাল দে। তিনি সা¤প্রদায়িকতা মুক্ত বাসযোগ্য বাংলাদেশ চাই উল্লেখ করে বলেন, সনাতনীরা স্বাধীনতা পর থেকে উৎকন্ঠার সাথে দিনাতিপাত করছে। রাষ্ট্রযন্ত্রের দায়িত্বে থাকা সবকটি সরকারের বৈষম্যমূলক রীতির কারণে সনাতনীরা কষ্ট পাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের কাছে এহেন যন্ত্রণাদায়ক পরিস্থিতির অবসান চাই। তিনি অসহনীয় পরিস্থিতি সৃষ্টিতে প্রকৃত অভিযুক্তদের আইনের আওতায় আনার পাশাপাশি সকল হত্যাকান্ডের বিচার দাবী করেন। এছাড়া সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক ৮ দফা দাবী পর্যালোচনা এবং হয়রানী ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবী জানান। আশ্রমের সেবায়েত কিরণময় ভট্টাচার্য্যরে সঞ্চালনায় বক্তব্য দেন আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি শচীন্দ্র লাল দে, পরিতোষ দেবনাথ, সুকুমার মল্লিক, লায়ন বিপুল বরণ লোধ, অধ্যক্ষ উজ্জ্বল ভৌমিক, রাজেশ দে, রতœা দাশগুপ্ত, শোভা ভট্টাচার্য্য, অমল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি