স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের একসময় তারকা ক্রিকেটার ছিলেন, অধিনায়কত্বও করেছেন তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন দেশসেরা এই ওপেনার। ভক্তদের জন্য দুঃসংবাদ; হয়তো আর ক্রিকেটে দেখা নাও যেতে পারে এই বাঁহাতি ব্যাটারকে। কারণ, গুঞ্জন উঠেছে বিসিবির পরিচালক পদে দেখা যেতে পারে এই ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে।
গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন- বিসিবি পরিচালক হতে যাচ্ছেন তামিম। এই গুঞ্জনের পেছনে অবশ্য বেশকিছু কারণও রয়েছে। কেননা ক্রিকেট থেকে দূরে থাকলেও সা¤প্রতিক সময়ে বিসিবিতে আনাগোনা বেড়েছে তামিমের। বিশেষ করে গত মাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনের সময়ও উপস্থিত ছিলেন তামিম।
সে সময় থেকেই মূলত গুঞ্জনের শুরু। এই গুঞ্জন আরও বেশি ডানা মেলে গত কয়েকদিন বিসিবির পরিচালকদের পদত্যাগের মাধ্যমে। কেননা আপাতত ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও পরিচালকদের অন্তত তিনটি পদ খালি রয়েছে। ধারণা করা হচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূসের স্থলাভিষিক্ত হতে পারেন তামিম।