গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভা

1

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলাউদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এডহক কমিটির সচিব কনক দাশ গুপ্ত। সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী অধ্যাপক মো. নুরুল হক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া, সাবেক প্রধান শিক্ষক তাপস কুমার দেওয়ানজী, বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য বিকাশ দাশ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী সরোয়ার খান মঞ্জু, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মাহমুদ, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, শিক্ষক সুমন বড়ুয়া, শিক্ষানুরাগী মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ হারুন, বাবুল মিয়া, লাকী আকতার, শিক্ষক শম্ভুনাথ পারিয়াল, মৌলানা গোলাম ফারুক, বাপ্পী দাশ,
প্রভাস কুমার ধর, লাবনী প্রভা দত্ত, সুমন কান্তি দাশ, আশীষ দাশ, জিকু চৌধুরী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচাালনা করেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফোরকান আল কাদেরী। মতবিনিময় সভার শুরুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় শেখ মোহাম্মদ আলাউদ্দীনকে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও পরিচালনা কমিটির সাবেক সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।