গাতীঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) এর উদ্যোগে সদ্যপ্রয়াত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবী নিরূপমা দেবনাথের স্মরণসভা গত ২৫ অক্টোবর শুক্রবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় নগরীর আন্দরকিল্লাস্থ গুরুধামে অনুষ্ঠিত হয়। গীমাস’র সিনিয়র সহ-সভাপতি রূপনা ঘোষ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য অ্যাড. শুভাশীষ শর্মা। সংগঠনের সাধারণ সম্পাদক নারীনেত্রী শিল্পী আচার্যের সঞ্চালনায় সভার শুরুতেই গীতাপাঠ করেন চম্পা চৌধুরী। স্মরণসঙ্গীত পরিবেশন করেন শিল্পী তন্দ্রা সিনহা মৌ। বক্তব্য রাখেন গীমাস কর্মকর্তা নেলী দে, কৃষ্ণা দে, লাভলী দে, শিউলী শীল, নিঝুম দাশ বৃষ্টি, রেশমী ধর, প্রীতু মল্লিক, কণিকা ঘোষ, জয়ন্তী কর, ঐশী কুরী, হীরা রাণী নাথ, অর্চিতা আচার্য্য ত্রয়ী, শর্মি দে, দৃষ্টি মজুমদার, হিমাদ্রী ঘোষ মুগ্ধ, রাজ ঘোষ, রুম্পা দাশগুপ্ত প্রমুখ। সভায় প্রয়াত নিরূপমা দেবনাথের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শুভাশীষ শর্মা বলেন, বয়সে নয়, মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যদিয়ে। নারীনেত্রী নিরূপমা দেবনাথ ছিলেন মাতৃ সমাজের আলোকবর্তিকা। তিনি অবহেলিত নারী জাতি জাগরণ আন্দোলনের অন্যতম পথিকৃত। তাঁর আদর্শ অনুসরণ করে মাতৃজাতি এগিয়ে যেতে পারে। বিজ্ঞপ্তি