স্পোর্টস ডেস্ক
দারুণ এক জুটি ভেঙে শান্ত বিদায় নিলেও অপরপ্রান্তে মুশফিকুর রহিম দুর্দান্ত এক রেকর্ডও গড়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে গেলেন তিনি।
কখনও কোনো বোলিং না করা ব্যাটসম্যানদের মধ্যে এখন সর্বোচ্চ রানের মালিক মুশফিক। গল টেস্টে ১১২তম রান নিয়ে তিনি টপকে গেছেন অ্যাডাম গিলক্রিস্টকে। তিন সংস্করণ মিলিয়ে ৩৯৬ ম্যাচে ১৫ হাজার ৪৬১ রান করেছেন অস্ট্রেলিয়ার এই কিপার-ব্যাটার। সেই রান ছাড়িয়ে এখন রেকর্ডটি নিজের দখলে নিলেন মুশফিক।