শীতের আমেজ চলে এসেছে। এখন থেকেই গরম পানিতে গোসল শুরু করে দিয়েছেন অনেকে। শীতকাল মানেই গিজারের ব্যবহার বেড়ে যাওয়া। কারণ পানি গরম করার সবচেয়ে সহজ উপায় হলো গিজার। গিজার ব্যবহারের আগে কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে নিন।
১. বন্ধ জায়গায় গিজার বসাবেন না। বায়ু চলাচল হয়, এমন জায়গায় গিজার বসান।
২. বাথরুমে গিজার লাগানো থাকলে গোসলের সময় এক্সজস্ট ফ্যান চালান।
৩. গিজারের লিক এড়াতে নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করানো জরুরি।
৪. সারাদিন গিজারের সুইচ অন করে রাখবেন না। যখন পানি গরম লাগবে, তার কিছুক্ষণ আগে সুইচ অন করুন। পানি গরম হয়ে গেলে বন্ধ করে দিন। এতে ইলেক্ট্রিসিটি বিলও কম আসবে।
৫. পানি গরম হয়ে গেলে গিজারটি পাওয়ার পয়েন্ট থেকে বন্ধ করে তারপরেও গোসলে ঢুকুন। গিজার বন্ধ না করে গোসল করবেন না। এতে বিদ্যুত কম পুড়বে, গিজার দীর্ঘদিন ভাল থাকবে।
৬. গিজারে একটি নির্দিষ্ট সময় পর পানি গরম হয়ে যায়। পানি গরম হতে দেরি হলে বুঝবেন নির্ঘাৎ কোনও সমস্যা হয়েছে।
৭. গিজারে গরম পানি রেখে দেওয়াটা অনুচিত। এটি নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে। গিজারে থাকা থার্মোস্ট্যাট পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যদি গিজারটি ৫ ঘন্টা বা তার বেশি সময় ধরে অন করে রেখে দেওয়া হয় তবে তাপস্থাপক গরম করার উপাদানটি বন্ধ করতে পারে না। এটি পানিকে অত্যধিক গরম করতে পারে, যা ঝুঁকিপূর্ণ। সূত্র : ইন্টারনেট