গারাংগিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা আজ শুরু

1

দক্ষিণ চট্টগ্রামের গারাংগিয়া ইসলামিয়া কামিল এমএ মাদ্রাসার ৩ দিনব্যাপী ১০৬তম বার্ষিক সভা আজ বুধবার থেকে শুরু হবে। হযরত বড় হুজুর কেবলা (রহ.) ও হযরত ছোট হুজুর কেবলা (রহ.) এর বার্ষিক ইছালে সওয়াব মাহ্ফিল ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কোরআন, দেশবরণ্যে ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও দরবারের ভক্ত-মুরিদান অংশগ্রহণ করবেন। মাহফিলে সবাইকে উপস্থিত হওয়ার উদাত্ত আহবান জানান মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও এন্তেজামিয়া কমিটির আহব্বায়ক শাহ্ মাওলানা আনোয়ারুল হক সিদ্দিকী। মাহফিল শেষে ১৭ জানুয়ারি আখেরী মুনাজাত পরিচালনা করবেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর সাহেব কেবলা। বিজ্ঞপ্তি