গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ হামাসের

1

গাজা উপত্যকার প্রভাবশালী এক বেদুইন গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হামাসের পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে এই নেতা ইয়াসির আবু শাবাবের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ এনে তাকে বিচার মুখোমুখি হতে বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হামাসের ‘বিপ্লবী আদালতের’ আদেশে বলা হয়েছে, আবু শাবাবের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গাজায় হামাসের নিয়ন্ত্রণ অস্বীকার করা এবং তাদের বিরুদ্ধে ‘জনস্বার্থবিরোধী কার্যকলাপের’ অভিযোগ। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আবু শাবাবের অবস্থান সম্পর্কে যে কেউ তথ্য দিলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে তা জানানোর আহবান জানানো হচ্ছে। তাকে আত্মসমর্পণের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আবু শাবাব বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।